-
Powered By BDbarta
-
Powered By BDbarta

Ads by Google Power By EiconBD


Thursday 2 June 2016

ওরাল সেক্স কেন এবং কিভাবে !!!


একটি সাম্প্রতিক গবেষণা বলছে, নিয়মিত এবং খুব বেশি ওরাল সেক্স করলে মাথা এবং ঘাড়ে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সাত গুণ। ওরাল সেক্সে শরীরে ঢোকে হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি।
ওরাল সেক্স খুবই সাধারণ একটি বিষয়। ভারতীয় কামসূত্রেও এই বিশেষ যৌনক্রিয়ার উদাহরণ রয়েছে। শারীরীক সুখের ক্ষেত্রে অত্যন্ত আনন্দদায়ক হলেও শরীরে বড়সড় বিপদ ডেকে আনতে পারে ওরাল সেক্স বা মুখমৈথুন।
এই বিষয়ে দু’টি পৃথক গবেষণায় সমীক্ষা করা হয়েছে প্রায় ৯৭ হাজার মানুষকে। চার বছর আগে এঁদের সকলের মুখের স্যালাইভার স্যাম্পেল নেওয়া হয়। তখন ক্যানসার ধরা পড়েনি। চার বছর পরে দ্বিতীয় বার তাঁদের স্যালাইভা স্যাম্পেল নেওয়া হলে দেখা যায়, তাঁদের মধ্যে ১৩২ জনেরই শরীরে বাসা বেঁধেছে ক্যানসার।
আরও বিশদ তথ্যবিচার করে গবেষকরা দেখেছেন, নিয়মিত ওরাল সেক্স সাধারণের তুলনায় সাত গুণ বাড়িয়ে দেয় হেড অ্যান্ড নেক ক্যানসারের সম্ভাবনা। এই বিষয়ে সচেতনতা না বাড়লে ২০২০ সালে সার্ভিক্যাল ক্যানসারের সংখ্যাও ছাড়িয়ে যাবে হেড অ্যান্ড নেক ক্যানসার। ওরাল সেক্সের মাধ্যমে শরীরে ঢোকে হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি। এই ভাইরাসই ক্যানসারের কারণ।
আশার কথা একটাই যে ভ্যাক্সিনে খানিকটা হলেও প্রতিরোধ করা যাবে এই ক্যানসার। তবে গবেষণা এবং অনুমোদনের বহু স্তর পেরিয়ে সেই ভ্যাক্সিন বাজারে আসতে অনেক দেরি। তার আগে নিজেকে সংযত রাখাই বুদ্ধিমানের কাজ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment